সারা দেশ জুরে চলছে স্বচ্ছ ভারত অভিযান। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সকাল ১০ টা নাগাদ কালিয়াগঞ্জ ভারত সেবা আশ্রমের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এদিন একটি র্যালি করে কালিয়গঞ্জ রেল স্টেশন পৌঁছায় ভারত সেবা আশ্রমের সদস্যরা। এরপর স্টেশন চত্বরে চলে সফাই অভিযান।প্রত্যেকে হাতে ঝ্যাঁটা ধরে পরিষ্কার করে স্টেশন চত্বরে।এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রমের মহরাজ জতিময় নন্দ, চন্দনা চাকি, মলয় চক্রবর্তী সহ অনান্য সদস্যরা।
উত্তরদিনাজপুর